মোজাম্মেল সুমন
ওগো সুপ্রভাত জানাই-
বলো কেমন আছো?
ভাবতে পারো জামাই-
আমায় নিয়ো বাঁচো?
রূপসী তোমার বদন-
যেনো ঝলমলে চাঁদ,
হরিণী তোমার নয়ন
আমার দেখার সাধ!
ভালো আমি বাসি-
দেখবো দুটি ঠোঁটে,
ফুলের মতো হাসি-
কেমন করে ফোটে?
বুঝি নাকো হায়-
আছি আমি শুয়ে,
মনটা কিযে চায়-
তোমার স্বপ্ন ছুঁয়ে।
আপন করে ডাকি-
করো আমায় ধন্য,
প্রেমের আশায় থাকি-
আমি তোমার জন্য।
যদিও থাকা দূরে-
মন বলছে ডাকো,
অনুভূতি মন জুড়ে-
বলা হচ্ছে নাকো
রঙিন কল্পনা চুমি-
নয় অন্য কারো,
মনের মাঝে তুমি-
বুঝতে কি পারো?