সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদের নৌকার সমর্থনে সাহেবের বাজারে পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সদর উপজেলায় নৌকা সর্বদলীয় প্রতীকে পরিণত হয়েছে। কারণ যেখানে যাই মানুষের ঢ্ল দেখতে পাই। উপজেলাবাসী ১৮ মার্চ উন্নয়নের পক্ষে ভোট দিতে চায়। তাই নৌকা প্রতীক মানুষের আস্থার প্রতীকে রুপ নিচ্ছে বলে আমি মনে করি। তাই ১৮ মার্চ সকাল থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আশফাক আহমদকে পুনরায় নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দিন।
১০ মার্চ রবিবার বিকেলে খাদিমনগর ইউনিনের সাহেবের বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তিনি বলেন।
সাহেবের বাজার নির্বাচন সেন্টার কমিটির আহবায়ক ইদ্রিছ আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। ৬নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, মোতাওয়াকিল বিল্লা জালাল, স্বাগতিক বক্তব্য রাখেন ইয়াংস্টার ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল বাছিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম মালিক ইমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সেক্রেটারী আব্দুল মালিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ডাঃ জালাল আহমদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মকছুদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা হাজী সুমন,সুমন্ত মো. ইকলাল আহমদ, মিজানুর রহমান, জুনেদ এমরান আলী তালুকদার, সালাম, জসিম, নজরুল, আরব আলী, উপজেলা শ্রমিক লীগের সগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দস ছালাম, জামাল আহমদ, সুজন মিয়া, ইয়াংস্টার ক্লাবের সেক্রেটারী মো. উছতার আলী, সাবেক সহ সভাপতি রেজাউল করিম, সদর উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম আজম জয়, ময়নুল ইসলাম ফাহিম, ইয়াছিন আহমদ প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াংস্টার ক্লাবের অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক।
এদিকে ৯ মার্চ রাতে একই ইউনিয়নের নালিয়া, চালতল ও টিলার গাঁওয়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন চেয়ারম্যান, সিলেট জেলা সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম মালিক ইমন, সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান বেলাল, লন্ডন প্রবাসী আব্দুল মালিক আজির, হাজী আছন মিয়া, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারা মিয়া, সেক্রেটারী আব্দুল মালিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, টুকের বাজার ব্যাসায়ী সমিতির সেক্রেটারী নেওয়াজ উদ্দীন, আয়াত উল্লা বুধু, জেলা যুবলীগ নেতা জুনেদ কুরাশানী, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সদর যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা তুরাব আলী মেম্বার , ডাঃ কুতুব উদ্দীন, মন্তাজ আলী, আব্দুল মতিন, ইউছুব আলী, মুহিবুর রহমান, মখলিছুর রহমান, মফিজুর রহমান মাস্টার, জমির উদ্দীন, আব্দুল মিয়া, তাহির আলী, আলকাছ আলী, বিন্দু বাবু, আওয়ামী লীগ নেতা মুসলেহ উদ্দিন, বেলাল মিয়া, হাফেজ জয়নাল আবেদীন, হাজী হেলাল, এম.জাকির হোসেন জুবেল, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, নাসির উদ্দিন, মঈন উদ্দীন, বিশিষ্ট মুরব্বি তাজ উদ্দিন, মকরম আলী, করিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি