কবির কাঞ্চন
ভালো-কে হটিয়ে কভু পাপে ডুব দিওনা
প্রিয়কে ঠকিয়ে কভু মুনাফা নিওনা।
ভালোবেসে যে তোমারে করলো আপন
ক্ষণিকের মোহে তারে করো না দাফন।
যে তোমারে ভালোবেসে বিশ্বাস করে
বিশ্বাস ভেঙ্গোনা তার যাও যদি মরে।
কাউকে দিওনা ব্যথা কভু ছলেবলে
মনে রেখো সব ছেড়ে যেতে হবে চলে।