পদ্মা সেতুর গুজবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা অব্যাহত

39

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে নগরীর ৬টি থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচার-প্রচারনা ও সভা অব্যাহত রেখেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ নগরীর অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, অভিভাক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ’পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারণা করেন এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে গুজব সংক্রান্ত প্রচার প্রচারণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতি. উপ-পুলিশ কমিশনারদের নেতৃত্বে স্ব স্ব থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) থানার অফিসারবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালান। এর অংশ হিসেবে দক্ষিণ সুরমা থানা এলাকায়, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, বধিকোণা, মোগলাবাজার থানা এলাকায়, হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছরাব আলী স্কুল এন্ড কলেজ, পশ্চিমভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুচাই মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা, শাহপরাণ (রহঃ) থানা এলাকায়, শাহপরাণ (রহঃ) উচ্চ বিদ্যালয়, হাজী মো. শফিক হাই স্কুলে উপস্থিত হয়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণের মধ্যে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারণা করা হয়।
অপরদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) বিভাগের গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিঃ উপ-পুলিশ কমিশনারদের নেতৃত্বে স্ব স্ব থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার অফিসারবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালান।
এর অংশ হিসেবে কোতোয়ালী থানা এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা জিসি উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আম্বরখানা দরগা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট থানা এলাকায়, সাহেব বাজার হাই স্কুল, আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্বরখানা দর্শন দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ থানার, শাহ খুররম (ডিগ্রী) কলেজ, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সম্মানিত শিক্ষক, অভিভাক ও ছাত্র-ছাত্রীগনের মধ্যে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এছাড়া প্রতিটি থানা এলাকায় মাইকিং করে প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।
এদিকে, পদ্মা সেতুতে মানুষের মাথা বা রক্ত লাগবে বলে গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিল করছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল আলম। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এই গুজব প্রতিরোধে পুলিশ সক্রিয় এবং এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে তিনি সিলেট গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রেস ব্রিফিংয়ে মাহবুবুল আলম বলেন, পদ্মা সেতু নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করছে। ইতিমধ্যে সন্দেহবশতঃ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে সিলেটে তেমন কিছু ঘটেনি। জনগন, পুলিশ ও মিডিয়া কর্মীদের সচেতন ভূমিকার কারণে এই কলংক থেকে সিলেট জেলা এখনো মুক্ত। তিনি বলেন, আইজিপি বিষয়টি মনিটরিং করছেন এবং তার নির্দেশে সিলেটসহ সারাদেশে পুলিশ গুজব প্রতিরোধে মাঠে নেমেছে। তিনি বলেন, গুজব ছড়ানো বা এতে প্রভাবিত হয়ে কোন কাজ করা ফৌজদারি অপরাধ। এ ব্যাপারে আরো প্রচারণা চালাতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।
প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, তার বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির সিলেটে যেনো কেউ কোন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একইভাবে বিদ্যুতের থাকা না থাকা নিয়ে যা বলাবলি হচ্ছে তাও মিথ্যা বানোয়াট প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, যেসব ফেসবুক অ্যাকাউন্ট বা অনলাই সংবাদ পত্র থেকে গুজব ছড়ানো হচ্ছে, আমরা সেগুলো মনিটরিং করছি। দ্রুত তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান।