স্টাফ রিপোর্টার :
জালালাবাদ থানা এলাকায় আসামী ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চেয়ারম্যান মনফর আলীর বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পুলিশ জয়নাল আবেদীন (২৪) নামের মনফর বাহিনীর এক সদস্যকে আটক করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত জয়নাল জালালাবাদ ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে চেঙ্গেরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বালুবাহী নৌকায় চাঁদাবাজি করে আসছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনফর আলী ও তার অনুসারীরা। এনিয়ে পুলিশের কাছে মনফর বাহিনীর সদস্য ধৃত জয়নালের বিরুদ্ধে জালালাবাদ থানায় চাঁদাবাজির মামলা ছিল। গতকাল বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে কালারুকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জয়নালকে গ্রেফতার করে। এ সময় মনফর বাহিনীর সদস্যরা আসামীকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে ৮/৯ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষায় জন্য পাল্টা ৩/৪ রাউন্ড বুলেট ছুড়ে।