স্টাফ রিপোর্টার :
হযরত শাহজালাল মর্জরদ ইয়ামনী (রহ.) এর ৭শ তম পবিত্র ওরস মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে এই ওরস শুরু হবে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গিলাফ চড়ানো হবে। এরপর সারারাত জিকির আজকার, দোয়া ও মিলাদ মাহফিল হবে। এদিন দিবাগত রাত ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে বুধবার ভোরে তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে এবারের পবিত্র ওরস মোবারক।
ওরসে অংশ নিতে মাজর প্রাঙ্গণে আসতে শুরু করেছেন ভক্তরা। জবাই করার জন্য অনেক গরু ও খাসি এসেছে। ভক্তদের নিরাপত্তা দিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মুখপাত্র এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা। তিনি বলেন, ওরস যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য সজাগ আইনশৃঙ্খলাবাহিনী থাকবে।
এদিকে, দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.)’র সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান জানান, চিরাচরিত প্রথানুযায়ী আজ মঙ্গলবার ১৯ ও কাল বুধবার ২০ জিলক্বদ ১৪৪০ হিজরী, ৮ ও ৯ শ্রাবণ ১৪২৬ বাংলা, ২৩ ও ২৪ জুলাই ২০১৯ খ্রী: মহান হযরতের ওরস মোবারক উদযাপিত হবে। তিনি বলেন, ভক্তবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ মঙ্গলবার ৮ শ্রাবণ, ২৩ জুলাই দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ওরস মোবারকের শেষ মোনাজাত আরম্ভ হবে।