রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও টরেন্টো ডেনফোর্থ এর যৌথ উদ্যোগে খাদ্যসামগ্রী, মাক্স বিতরণ এবং বৃক্ষরোপণ

10
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও রোটারী ক্লাব অব টরেন্টো ড্যানফোর্থের যৌথ উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক এবং বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও টরেন্টো ডেনফোর্থ এর যৌথ উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, মাক্স বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে। গত ৩ অক্টোবর দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, মাক্স বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সমীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রঞ্জিত চৌধুরী। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটাঃ বিকাশ কান্তি দাস আরএফএসএম এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটাঃ আফসার উদ্দিন আহমেদ পিএইচএফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন রোটাঃ পিপি মোঃ সিদ্দিকুর রহমান পিএইচএফ। আরও বক্তব্য রাখেন রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড পিএইচএফ, রোটাঃ পিপি মোঃ সাব্বির আহমেদ আরএফএসএম, রোটাঃ নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটাঃ ইমদাদ হোসেন, রোটাঃ হোসেন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি