মেঘের ছা

35

আশরাফ আলী চারু

টিনের চালে – ঝনঝনিয়ে
উঠলো বেজে কেনরে ?
কে এলো আজ হনহনিয়ে
বৃষ্টি নাকি কে – নড়ে ?

আকাশ দেখি অনেক দূরে
এক দুখানা মেঘের ছা
তারাই আবার এমন জোরে
নাচছে নাকি? কে- নাচা !

ম্যাকি গরম ধুয়ে নিলো
কি শান্তি আজ অন্তনায়
আষাঢ় মাসযে ভুলে ছিলো
ভুলেই বুঝি কেও ক্ষেপায় ।

থাকার কথা তার ছিলোযে
সারা আষাঢ় মাস জুড়ে
কোন কারনে এলোনা সে
গেছিলো সে কোন দূরে?