হাজেরা সুলতানা হাসি
আম্মু তুমি বড্ড পঁচা
নয়তো ভালো মোটে
আমার ডাকে তোমার মুখে
ওঠতো হাসি ফোটে।
স্কুল থেকে ফিরলে তুমি
দুধমাখা ভাত মেখে-
হেসে হেসে খেতাম
তব মায়াবী মুখ দেখে।
কিন্ত এখন কই হারালে
কই বা গেলে তুমি
ঘরটা লাগে খুবই ফাঁকা
শূণ্য মরুভূমি।
সেদিন যখন সাদা কাপড়
পরে ঘরে এলে
শত অনুরোধ করলে ও
তাকাওনি চোখ মেলে।
এমন তো তুমি ছিলে না
আদরময়ী ছিলে
তোমার আদরে বইতো সুখ
আমার মন গাংচিলে।
সেদিন তোমায় খুব ডেকেও
পেলাম না কোন খোঁজ
এখনো মা পাই না দেখা
ডেকেও তোমায় রোজ।
তাইতো তোমায় ভুলে গিয়ে
করতে চেয়েছি পর
কিন্ত মাগো যায় না ভুলা
মনে পড়ে দিনভর।