টানা বৃষ্টি ও উজান … মে ১৬, ২০২২ 6 Facebook Twitter Pinterest WhatsApp টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সারি-গোয়াইনঘাট নদীর পানি। সারি- গোয়াইনঘাট নদীর চেঙ্গেরখাল নদীর পাড়ে বাদাম চাষ করেছিলেন এক কৃষক। গত দুদিনের পানিতে তলিয়ে গেছে বাদাম ক্ষেত। পানির নিচ থেকে তুলে শেষ চেষ্টা করছেন কৃষক। ছবিটি সদর উপজেলার ছামাউরাকান্দি থেকে তোলা। ছবি- মামুন হোসেন