শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটছে

24

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে।
বুধবার সকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ডিম থেকে একে একে বাচ্চাগুলো পৃথিবীর আলো দেখতে শুরু করেছে। এখনো বেশ কয়েকটি ডিম থেকে বাচ্চা ফুটার অপেক্ষায় রয়েছে। বেশ কয়েকটি ডিমের ভেতর থেকে সাপের মাথা বের হয়ে আছে।
গত ৯ জুন শনিবার রাতে অজগরটি ৩২টি ডিম পারে। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নিয়ে ডিম ঢেকে রেখে ‘তা’ দিতে শুরু করে। প্রায় এক মাসের উপরে তা দেওয়ার পর বুধবার সকালে এই ডিমগুলো থেকে ছোট ছোট অজগরের বাচ্চা ফুটতে শুরু করে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানিয়েছে, হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তের দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে ১৯৯৯ সালে একটি অজগর উদ্ধার হওয়ার পর এবার চতুর্থ দফায় ডিম পাড়ে। এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল। ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়।
বুধবার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দেখা যায়, সদ্য ফুটানো বাচ্চাগুলোর নিরাপত্তায় সাপটি উদ্বিগ্ন হয়ে আছে। মানুষের উপস্থিতিতে তেড়ে আসে মা সাপটি। তবে ডিম পাড়ার পর থেকে কুন্ডলি পাকানো কারণে প্রকৃতপক্ষে কতটা ডিম ফুটেছে তা জানা যায়নি। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আশা করি বৃহস্পতিবার সব ডিম থেকে বাচ্ছাগুলো বেড়িয়ে আসবে এবং তখন জানা যাবে আসলে কতটি ডিম পেড়েছে। এর আগে তিনি অনুমান করে বলেছেন প্রায় ৩২ টি ডিম হবে।