বৃহস্পতিবার উদ্বোধন হলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত পাঁচ দিনব্যাপী ১৬তম চারুকলা প্রদর্শনীর। জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আরিফুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রশিক্ষক ভবতোষ রায় বর্মণ এবং বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের সভাপতি হিমাংশু বিশ^াস। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী মারওয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মতা নিরঞ্জন দে এবং একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক অমলেশ রায়। অতিথিবৃন্দের বক্তব্যের পর অনুষ্ঠানে প্রদর্শনীতে স্থান প্রাপ্ত চারুশিল্পীদের চিত্রকর্মের সমন্বয়ে তৈরিকৃত ক্যাটলগের মোড়ক উন্মোচনের পাশাপাশি প্রদর্শনীর জন্য নির্বাচিত চিত্রকর্মগুলোর মধ্যে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী চারুশিল্পীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন সম্মানিত অতিথিগণ।
উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ স্থান প্রাপ্ত চিত্রকর্মগুলো পরিদর্শন করেন। প্রদর্শনীতে মোট ৪১ জন চারুশিল্পীর বিভিন্ন মাধ্যমের গ্রামীন ও শহুরে দৃশ্যপট, প্রাকৃতিক নৈসর্গ, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, উৎসবসহ বিভিন্ন বিষয়ের মোট ৭২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চারুকলা প্রদর্শনীটি ০৭ – ১১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি