পোল্ট্রি পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের দাবি

52

প্রস্তাবিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে পোল্ট্রি শিল্পের আশা ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন খামারি ও উদ্যোক্তারা। তাদের দাবি, পোল্ট্রি ফিডের অত্যাবশ্যকীয় কাঁচামাল ভুট্টা আমদানিতে অগ্রিম আয়কর এবং সয়াবিন অয়েল কেক এর উপর থেকে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার না হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে শিল্পটি।
পাশাপাশি সব ধরনের পণ্য আমদানিতে নতুনভাবে আগাম কর (এ.টি) আরোপ হওয়ায় চরম হতাশা তৈরি হয়েছে পোল্ট্রি শিল্পে।
২৯ জুন শহীদ মিনারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব অভিযোগ করেন পোল্ট্রি সংশ্লিষ্ট উদ্যোক্তারা। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং সিলেট জেলা ডিলার সমিতি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উৎপাদন খরচ কমিয়ে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাজারে প্রবেশের যে স্বপ্ন তারা দেখছিলেন, প্রস্তাবিত বাজেটে তা পূরণ হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেঘা ফিডের ডিপু ইনচার্জ দিপন আহমেদ, পোল্ট্রি এসোশিয়নের সেক্রেটারি শাখাওয়াত হুসেন, ডিলার আলী আহমদ খান কাজী ফিডের আখতার আহমদ, গোয়াইনঘাট পোল্ট্রি খামারী কল্যাণ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ জমির উদ্দিন, সহ সভাপতি আং কাদির, সেক্রেটারি মোহিবুল করিম, সহ সেক্রেটারি রুহেল আহমদ, অর্থ সম্পাদক হাসান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সওয়াব আলী, অফিস সম্পাদক আতাউল্লাহ উসমানি, প্রচার সম্পাদক রুহুল আমিন শিকদার, সদস্য জুবের আহমদ, মানিক আহমদ, হারুন আহমদ, জাফরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি