হবিগঞ্জে বজ্রাঘাতে চা- শ্রমিকসহ দুজনের মৃত্যু

12

ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে চা-শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছেন।
(২৪মে) শুক্রবার ভোর সকালে এবং সকাল ১১টার দিকে এসব ঘটনা ঘটে। বজ্রাঘাতে নিহতরা হলেন চুনারুঘাটে উপজেলার আমু চা বাগানের পুল পাড় এলাকার প্রদীপ উড়াও এর মেয়ে সীমা উড়াও (১৮) ও নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র সিজিল মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ মে) সকালে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের পুল পাড় এলাকার প্রদীপ উড়াও এর মেয়ে সীমা উড়াও পার্শ্ববর্তী এলাকায় ধান কাটতে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে উপজেলার আমু চা বাগানের পুল পাড় এলাকায় বজ্রাঘাতে সীমা উড়াও (১৮) নিহত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে শুক্রবার (২৪ মে) সকালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বেতাপুর গ্রামের স্থানীয় হাওরে মাছ মারতে যায় ওই এলাকার আব্দুল জলিলের পুত্র সিজিল মিয়া। এ সময় আকাশে হঠাৎ প্রচন্ড বৃষ্টি,ঝড় বাতাস ও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে সিজিল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। সিজিল মিয়ার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু জানান, সিজিল মিয়া স্থানীয় হাওড়ে মাছ মারতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সিজিল মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী বলেন, বজ্রপাতে নিহত কৃষকের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।