আব্দুর রাজ্জাক
বাবার আদর পেলে বুকে
ভরবে জীবন সুখে,
নইলে জীবন কেঁদে কেঁদে
জ্বেলে মরবে দুখে।
কতোই কষ্ট করে বাবা
ফসল ফলাই মাঠে,
সেই ফসল কেটে আবার
আনে বাড়ির ঘাটে।
এতো কষ্টের পরেও বাবার
মুখে থাকে হাসি,
খোকা খোকা বলে যখন
লাগে ভীষণ খুশি।
হাতটি ধরে বাবার সাথে
ঘুরি বাজার পানে,
সুখে তখন বুকটা ভরে
আনন্দের’ই ক্ষণে।