মজনু মিয়া
মানুষ হয়ে মানুষের ন্যায়
করো কিছু কাজ,
মানুষ যাতে বলতে পারে
তোমার মাথায় তাজ।
দু’খীর দুঃখে পাশে দাঁড়াও
সাহস যাতে পায়,
খেটে খেয়ে বাঁচতে পারে
আপন মহিমায়।
মানুষ বলবে ভালো হইছে
মানুষের এ কাজ,
তোমায় দেখে বাহবা দিবে
নিন্দুকে পায় লাজ।
সবাই এসো ভাবি এ সব
জলে না দেই ডুব,
প্রকাশ করি যার যা আছে
ভালো মানুষ রূপ।