সড়ক না থাকায় তাহিরপুরে কাজে আসছে না অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু

64

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
সেতু আছে সড়ক নেই তাহিরপুরে মাঠিয়ান হাওরে প্রকল্প বাস্তবায়ন অফিসের অপরিকল্পিত সেতু নির্মাণ। এলাকাবাসীর কোনো কাজেই আসছে না অর্ধকোটি টাকার সেতু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নে গাজীপুর গ্রাম হতে জামালগড় গ্রাম পার্শ্ববর্তী এলজিইডি সড়ক পর্যন্ত মাটিয়ান হাওরের মধ্যে ডুবন্ত সড়কে একটি খালে সেতু নির্মাণ করা হয়। ৪০ ফুট দৈর্ঘের সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০ লাখ ৯০ হাজার টাকা। ২০১৮ সালের মে মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। স্থানীয় লোকজন জানান, গাজিপুর গ্রাম থেকে তাহিরপুর বাদাঘাট সড়কের দূরত্ব ২ কিলোমিটার। এ দু’কিলোমিটার ডুবন্ত সড়ক বার মাস চলাচল উপযোগী করে নির্মাণ না হওয়া পর্যন্ত সেতুটি তাদের কোন কাজে আসবে না।
গাজীপুর সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেহার রঞ্জন দাস বলেন, দু’কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে সেতু টি করলে ভাল হত। সড়ক না থকায় সেতু নির্মাণ করেও সেতুটি মানুষের ব্যবহারে কোন কাজে আসছে না।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, সড়ক না থাকায় সেতুটি মানুষের কোনো উপকারে লাগছে না। সড়কটি নির্মাণ হলে সেতুটি গ্রামবাসীর কাজে লাগবে।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এর উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস বলেন,সড়ক না থাকায় ব্রিজটি অগুরত্বপূর্ণ মনে হচ্ছে। সড়ক নির্মাণ করা হলে অগুরত্বপূর্ণ মনে হবে না।