হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ শহরের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৩ মে) বিকেলে হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরিমানা করেন।
আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানকালে প্রসাধনীর গায়ে মূল্য না থাকায় শহরের খাজা মার্কেটের চাঁদনী কসমেটিকসকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রির দায়ে একই মার্কেটের ব্রাদার সপকে এক হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় চৌধুরীবাজার এলাকার সুজন ফলের আড়ৎকে এক হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দেওয়ান মাহবুব রেজা হোটেলকে তিন হাজার টাকা ও ভারি পেকেটের মাধ্যমে ওজনে কারচুপি করায় লক্ষী নারায়ণ মিষ্টান্নকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।