পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২টি বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল জব্দ করে ৩২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী।
জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারের আব্দুল মুমিন এর মুদির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মুন্সীবাজারের আব্দুল জলিল ও সনত দেবনাথ এর ষ্টেশনারী দোকানে সিগারেট ডিসপ্লে প্রদর্শনীয় হওয়ায় ধুমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ দ্রব্য আইন-২০০৫ এর আওতায় ২জনকে ১ হাজার টাকা ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী জানান, চৈত্রঘাট ও মুন্সীবাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায়ের কথা স্বীকার করেন।