সুখের অভাব

38

আবু আফজাল মোহাঃ সালেহ

তুষি-পরির মামা-খালুর
টাকা আছে কাড়িকাড়ি
ফ্লাটের বাসা ঢাকাতে আর
চিটাগাঙে গাড়ি-বাড়ি!
তুষি-পরির মামি-খালা
বাজারে যায় চড়ে গাড়ি
গোনাবিহীন টাকা দিয়ে
কেনে লাল-লীল ভারী-শাড়ি!

একটুখানি কিছু হলে
সিংগাপুরে গিয়ে ট্রিটমেন্ট
বিমান-গাড়ি ভাড়া নিয়ে
ছিটিয়ে মেখে ঘন-সেন্ট!
চাকর-বাকর সবই আছে
মনে যেন কি যে নাইরে
মিছেমিছে সুখের পিছে
ভুলে ঘোরে করে তাইরে!