নগরীর হাউজিং এস্টেট পারিজাত আবাসিক এলাকা নিবাসী বাংলাদেশ বেতার সিলেট-এর অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও বিশিষ্ট লেখক গবেষক শামসুল করিম চৌধুরী কয়েস এর নামাজে জানাজা গতকাল সোমবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হয় । পরে তাকে দরগাহ গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিশিষ্ট লেখক গবেষক শামসুল করিম চৌধুরী কয়েস গত রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন।
লেখক গবেষক শামসুল করিম চৌধুরী কয়েস এর মৃত্যুতে বাংলাদেশ বেতার সিলেট-এর পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম, সাবেক আঞ্চলিক পরিচালক হাসান ইমাম, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে সভাপতি আ ন ম শফিকুল হক, সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বাউল সাধক আব্দুল খালিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাঈল মিয়া, সিলাম শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম আহমদ আলী, সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। শোক বার্তায় তাঁরা সাহিত্য ও গবেষণায় তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি