স্পোর্টস ডেস্ক :
শঙ্কা কাটিয়ে কোপা আমেরিকা ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার সকালে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন লাউটারো মার্টিনেজ ও সার্জিও এ্যাগুয়েরো।
একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান লাভ করেছে রাদামেল ফ্যালকাওয়ের দল। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া গ্রুপের তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে। আর আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে মিশন শুরুর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে। অবশেষে তিন নম্বর ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিতে ওঠার মিশনে কোয়র্টার ফাইনালে আর্জেন্টিনা রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে ও একটিতে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।
বাঁচামরার লড়াইয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড এ্যাগুয়েরোকে মূল একাদশে সুযোগ দেন। অন্যদিকে এ্যাঞ্জেল ডি মারিয়ার স্থানে মার্টিনেজ ঠিকই তার জায়গা ধরে রাখেন এবং যথার্থতাও প্রমাণ করেন। ম্যাচের চতুর্থ মিনিটেই কাতারের ভুলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডিফেন্ডার বাসাম হিশাম নিজেদের বক্সে ক্রস করতে গিয়ে মার্টিনেজের গায়ে বল মেরে বসেন। বলটি নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা।
বিরতির পর কাতার কিছুটা আগ্রাসী হয়ে খেলতে থাকে। করিম বোডিয়াফের ভলি অল্পের জন্য কাতারকে হতাশ করে। যদিও আর্জেন্টিনাও পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। নিকোলাস ওটামেন্ডির হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মার্টিনেজের হেড দারুণ দক্ষতায় রুখে দেন কাতার গোলরক্ষক সাদ আল সিব। ফ্রিকিক থেকে ইরানী বংশোদ্ভুত হিশাম প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। আর্জেন্টাইন দেয়ালকে পরাস্ত করলেও গোলাবার ঘেঁষে ফ্রিকিকটি বাইরে চলে যায়। ম্যাচের ৮২ মিনিটে জয় নিশ্চিত করা গোল পায় আর্জেন্টিনা। দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক থেকে এ্যাগুয়েরো দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন।
ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রথম গোলদাতা মার্টিনেজ বলেন, গোলটি শুরুতেই আসায় আমাদের সামনে এগিয়ে যেতে সুবিধা হয়েছে। প্রথম থেকেই আমাদের উপর চাপ ছিল। ম্যাচটিতে জেতার বিকল্প ছিল না। এখন আমাদের আরও পরিশ্রম করতে হবে। কাতারের বিপক্ষে ১৭টি শট নিয়ে আর্জেন্টিনা পেয়েছে মাত্র দুই গোল। তবে ম্যাচ শেষে দলের অধিনায়ক লিওনেল মেসি দলের জয়ে সন্তোষ প্রকাশ করেন। বার্সিলোনা তারকা বলেন, আমরা একটা ভাল ম্যাচ খেলেছি। দারুণ জয়ও পেয়েছি। এটাই গুরুত্বপূর্ণ। কিছু আত্মবিশ্বাস অর্জন করা এবং শান্ত থাকার জন্য আমাদের এ রকম একটি ম্যাচের দরকার ছিল। মেসি আরও বলেন, আরও ম্যাচ খেলতে থাকলে দল প্রতি ম্যাচেই উন্নতি করবে। কাতার ম্যাচটি সেদিক থেকে আমাদের জন্য ভাল হয়েছে।
অন্যদিকে কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বলেন, আমরা অনভিজ্ঞতার কারণে হেরেছি। দুটি ম্যাচে একেবারে বাজেভাবে শুরুতেই দুটি গোল হজম করেছি। এর থেকে আর বেরিয়ে আসতে পারিনি। এমন একটি দলের বিপক্ষে আমরা মাঠে নেমেছিলাম যারা টুর্নামেন্ট ফেবারিট। এই জয়টা তাদের প্রয়োজন ছিল। এ কারণে প্রথম থেকেই তারা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। প্রথম গোলটা আমাদের ভুল ছিল। এ কারণেই আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।