কেমুসাস চতুর্দশ বইমেলা ॥ পঞ্চম দিনে সব শ্রেণির পাঠকের সমাগম

9

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ বইমেলার পঞ্চম দিনে (৩০ মার্চ ২০২১ মঙ্গলবার) কেমুসাস চত্বরে সব শ্রেণির পাঠকের সমাগম ছিল। সদ্য প্রকাশিত নতুন বইয়ের পাশাপাশি পুরনো বইয়ের প্রতি পাঠকের আগ্রহ লক্ষ্য করা যায়। নিউ এমদাদিয়া লাইব্রেরির পরিচালক ও উদ্যোক্তা মো. মঈন উদ্দিন জানান, ইতিহাস ঐতিহ্য, শেকড় সন্ধানী গবেষণামূলক গ্রন্থের বিশেষ চাহিদা রয়েছে। তিনি বলেন, জেলাভিত্তিক ইতিহাস ঐতিহ্য ও দর্শনিয় স্থানের গুরুত্ব আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারলে প্রজন্ম উপকৃত হবে। ছড়ালোক এর স্টলে কথা হয় ছড়াকার ছাদির হুসাইন ছাদিরের সঙ্গে। তিনি বলেন, ‘পাঠক আসছেন বইও পড়ছেন কিন্তু কিনছেন কম। আমার প্রকাশনির মধ্যে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে ‘কবির ভাষায় বঙ্গবন্ধু’ বইটি।’
সাবেক ছাত্রলীগ নেতা রাহাত তরফদার বলেন, ‘উদ্ভূত বৈশি^ক পরিস্থিতি সত্ত্বেও চতুর্দশ কেমুসাস বইমেলা পাঠদের সরব পদচারনায় মুখরিত যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ নিজের লেখা দ্বিতীয় বইটি প্রথম বইটির মতো পাঠকপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পান্ডুলিপি প্রকাশনির দায়িত্বে থাকা মো. আব্দুল বাছিত বলেন, ‘করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় পাঠকেরা আসছেন। এতে করে প্রমাণিত হয়, বইয়ের প্রতি মানুষের ভালবাসা শেষ হয়ে যায়নি।’
পঞ্চম দিনের বইমেলায় লেখক-সাহিত্যিকদের মধ্যে ছিলেন সাহিত্য সংসদরে সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, সংসদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, বইমেলা উপকমিটির সদস্যসচিব আব্দুল মুকিত অপি এডভোকেট, সংসদের সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কবি এনায়েত হাসান মানিক, কবি খালেদ উদ-দীন, কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক, কবি কামাল আহমদ, ছড়াকার কামরুল আলম, কবি আবদুল কাদির জীবন, গল্পকার জীম হামযাহ, ছড়াকার নাঈমুল ইসলাম গোলজার, কবি ফতহুল করিম হাসান, গল্পকার জেনারুল ইসলাম, কবি হুসাইন মোহাম্মদ ফাহিম প্রমুখ। বইমেলা মঞ্চে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বইমেলা মঞ্চে সাহিত্য সংসদের ১০৮৪তম সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। উল্লেখ্য, কেমুসাস চতুর্দশ বইমেলা আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত দরগাহ গেইট সাহিত্য সংসদ চত্বরে চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি