স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচে সোমবার আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সেমিফাইনালে খেলার আশা উজ্জ্বল হলো মাশরাফি বিন মর্তুজাদের।
সাত ম্যাচ খেলে সাত পযেন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন পঞ্চম অবস্থানে রয়েছে। লিগ পর্বে বাংলাদেশের বাকি দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। অন্যদিকে, ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া আফগানিস্তান সাত ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।
এদিন সাউদাম্পটনের দ্য রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ২৬৩ রানর জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০০ রান করে অলআউট হয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন সামিউল্লাহ শেনওয়ারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক গুলবদিন নাইব। বাংলাদেশের বোলারদের মধ্যে ১০ ওভারে ২৯ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি ও মোসাদ্দেক হোসেন সৈকত ১টি করে উইকেট শিকার করেন।
ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার রহমত শাহ। ৩৫ বলে ২৪ রান করেন রহমত। এরপর ২১তম ওভারে হাশমতউল্লাহ শহীদিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩১ বলে তিনি করেন ১১ রান। ২৯তম ওভারে বোলিংয়ে এসে দুই উইকেট শিকার করেন সাকিব। ওভারের প্রথম বলে শর্ট কাভারে লিটনের হাতে ক্যাচ হন গুলবদিন। তৃতীয় বলে বোল্ড হন নবী।
৩৩তম ওভারে বোলিংয়ে এসে আসগার আফগানকেও ফিরিয়ে দেন সাকিব। ৩৬তম ওভারে রান আউট হন ইকরাম আলী খিল। এরপর সামিউল্লাহ শেনওয়ারি ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি।
এর আগে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির উপর ভর করে আফগানিস্তানকে ২৬৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মুশফিকুর রহিম। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন সাকিব আল হাসান। ৩৬ রান করেন তামিম ইকবাল। ২৪ বলে ৩৫ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তানের বোলারদের মধ্যে স্পিনার মুজিব উর রহমান ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দৌলৎ জাদরান ১টি, গুলবদিন নাইব ২টি ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৬২ রানে জয়ী বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংস: ২৬২/৭ (৫০ ওভার)
(লিটন দাস ১৬, তামিম ইকবাল ৩৬, সাকিব আল হাসান ৫১, মুশফিকুর রহিম ৮৩, সৌম্য সরকার ৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৩৫, মোহাম্মদ সাইফউদ্দিন ২*; মুজিব উর রহমান ৩/৩৯, দৌলৎ জাদরান ১/৬৪, মোহাম্মদ নবী ১/৪৪, গুলবদিন নাইব ২/৫৬, রশীদ খান ০/৫২, রহমত শাহ ০/৭)।
আফগানিস্তান ইনিংস: ২০০ (৪৭ ওভার)
(গুলবদিন নাইব ৪৭, রহমত শাহ ২৪, হাশমতউল্লাহ শহীদি ১১, আসগার আফগান ২০, মোহাম্মদ নবী ০, সামিউল্লাহ শেনওয়ারি ৪৯*, ইকরাম আলী খিল ১১, নাজিবউল্লাহ জাদরান ২৩, রশীদ খান ২, দৌলৎ জাদরান ০, মুজিব উর রহমান ০; মাশরাফি বিন মর্তুজা ০/৩৭, মোস্তাফিজুর রহমান ২/৩২, মোহাম্মদ সাইফউদ্দিন ১/৩৩, সাকিব আল হাসান ৫/২৯, মেহেদী হাসান মিরাজ ০/৩৭, মোসাদ্দেক হোসেন সৈকত ১/২৫)।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।