স্পোর্টস ডেস্ক :
পরাশক্তি উরুগুয়ের বিরুদ্ধে দুইবার এগিয়ে যেয়েও জয় পায়নি এশিয়ার প্রতিনিধি জাপান। কোপা আমেরিকা ফুটবলে ‘সি’ গ্রুপের ম্যাচে আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান।
শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে জাপানের হয়ে দু’টি গোলই করেন কোজি মিওশি। উরুগুয়ের হয়ে একটি করে গোল করেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও জোশে মরিয়া গিমিনেজ। এই ড্রয়ে উরুগুয়ের কোয়ার্টার ফাইনালে খেলার অপেক্ষা বেড়েছে। তবে ইকুয়েডর-চিলির ম্যাচের আগ পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছিল তারা। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। গ্রুপের শেষ দু’টি ম্যাচের পর জানা যাবে কোন্ দু’টি দল সেরা আটে যাবে। অবশ্য গ্রুপের তৃতীয় হওয়া দলেরও সুযোগ হতে পারে নকআউট রাউন্ডে। তবে যে অবস্থা তাতে এই ড্রয়ে জাপানের বিদায় নেয়াটা একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে।
নিজদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে হারানো উরুগুয়ে জাপানের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। জাপানও তাদের প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছে চিলির কাছে। ওই ম্যাচে জাপান বাজে পারফর্মেন্স দেখালেও কোচ হাজিমে মরিয়াসু এ্যারেনা ডি গ্রেমিও’র ম্যাচের একাদশে পরিবর্তন আনার পর পাল্টে যায় তাদের চেহারা।
নতুন চেহারার একাদশে মধ্যমাঠ থেকেই মিওশি আক্রমণাত্মক মেজাজে ঝাপিয়ে পড়েন উরুগুয়ের রক্ষণে। ম্যাচের ২৫ মিনিটে তিনি গোল করে এগিয়েও দেন নীল জার্সির দলকে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে উরুগুয়ের পক্ষে গোলটি পরিশোধ করেন বার্সিলোনা সুপারস্টার সুয়ারেজ। উয়েডার বিরুদ্ধে কাভানিকে পেনাল্টি বক্সে ফাউল করার অভিযোগে ভিএআর প্রযুক্তিতে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায় বাস্তবিক অর্থে কোন ফাউলই হয়নি ওই সময়। তারপরও বিতর্কিত এই পেনাল্টির নির্দেশ দেয়া হয়েছিল।
রেফারির এই সিদ্ধান্তে ভীষণ হতাশা প্রকাশ করেছে জাপান। সেই সঙ্গে ভিএআর নিয়ে বিতর্ক আরও চরমে উঠলো। এর আগে ভেনিজুয়েলার বিরুদ্ধে ব্রাজিলের তিনটি গোল বাতিল করা হয় এই প্রযুক্তিতে। যে কারণে সেলেসাওদের গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে আবারও মিওশি জাদুতে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় জাপান। কিন্তু ৬৬ মিনিটে দর্শনীয় হেডে গোল করে দ্বিতীয়বার উরুগুয়েকে সমতায় নিয়ে আসেন গিমিনেজ। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
ম্যাচ শেষে জাপানের কোচ হাজিমে মরিয়াসু শিষ্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম ম্যাচের পর ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। যেভাবে আমরা খেলেছি তাতে আমাদের জয় প্রাপ্য ছিল। কিন্তু একটি সিদ্ধান্ত (পেনাল্টি) আমাদের বিরুদ্ধে গেছে। না হলে আমরা টুর্নামেন্টে টিকে থাকতাম। তবু আমি আমার দলকে নিয়ে গর্বিত। উরুগুয়ের দীর্ঘদিনের কোচ অস্কার তাবারেজ বলেন, আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। জাপান দারুণ খেলেছে। পরের ম্যাচটিও আমাদের জন্য কঠিন। ওই ম্যাচে আমাদের ভুলত্রুটি শুধরে মাঠে নামতে হবে। উল্লেখ্য, গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ে খেলবে আসরের সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন চিলির বিরুদ্ধে।