প্রতিটি শিশুদের সুন্দর জীবন গঠনের অধিকার রয়েছে। এতিম শিশুরা সমাজেরই অংশ। তাদের বেঁচে থাকার জন্য শিক্ষা, বাসস্থান ও বস্ত্রসহ ইত্যাাদি দিয়ে সহযোগিতা, সহমর্মিতা মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে। আমাদের সন্তানের মত তাদেরকে মনে করতে হবে। নিজ বাবা-মার মতোই ভালোবাসাতে হবে। এর মাধ্যমে তাদের মধ্যে বাবা-মার অভাব কিছুটা হলেও পূরণ হবে। এতিম শিশুদের মুখে হাসি ফুটানো একটি সওয়াবের কাজ।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলার মুরারবাজার আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ কালে বক্তারা এ কথা বলেন।
আল ফালাহ একাডেমীর দাখিল মাদ্রাসার এতিমখানা বিভাগের ইনচার্জ হাফিজ মো: কুতুব উদ্দিনের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সিফডিয়া-এর চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফালাহ একাডেমীর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো: মিজানুর রহমান, সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদার। একাডেমির আইটি শিক্ষক মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী শিবলু আহমত রায়হান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গনি, মাওলানা আল আমিন, শিক্ষক আব্দুল কুদ্দুস, সিফডিয়ার কর্মী সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি