মুহাঃ রাকিবুল ইসলাম
আম কাঁঠালের সময় দেখি
ফরমালিনের চাপ
ফরমালিনে রোগের সৃষ্টি
ঔষধে নেই মাফ।
ডাক্তার হেকিম বিজ্ঞজনে
ফেল হয়ে যাই সবে
ফরমালিন এক ঘাতক ব্যধী
রক্ষা নেই আর তবে।
অসৎ কিছু ব্যবসায়ীরা
এরই সাথে যুক্ত
এদের কে ভাই শাস্তি দিলে
ফরমালিন হয় মুক্ত।
সুস্বাদু সেই আম ও কাঁঠাল
তারা মিশাই বিষ
কত লোকের জীবন গেলো
একবার ভেবে নিস।
জনমতে সজাগ থেকো
আর না দিবো ছাড়
চিহ্নত ঐ ঘাতক দেরী
মটকে দিবো ঘাড়।