স্টাফ রিপোর্টার :
ইন-সার্ভিস টেনিং সেন্টার সিলেট জেলা পুলিশ লাইন্স এ “প্রযুক্তি নির্ভর অপরাধ তদন্তে ডিএনএ এর ব্যবহার ও ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন সংক্রান্ত” দিনব্যাপি কর্মশালা গতকাল বুধবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ এর সভাপত্বিতে উক্ত কর্মশালার প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালাটি সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। উক্ত কর্মশালায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিঃ উপ-পুলিশ কমিশনার (অর্থ ও হিসাব) মোঃ জাবেদুর রহমান, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন) মুহম্মদ আবদুল ওয়াহাব সহ অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে কোর্স পরিচালনা করেন ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউট ঢাকা হতে আগত নুসরাত ইয়াসমিন, আশরাফুল আলম, তালাত মাহমুদ শাহানশাহ, রবিউল ইসলাম। উক্ত কর্মশালায় ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউট, সিআইডি, ঢাকা হতে আগত অতিথিগন প্রযুক্তি নির্ভর অপরাধ তদন্তে ডিএনএ, ডিজিটাল ফরেনসিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহার এর মাধ্যমে কিভাবে অপরাধী সনাক্ত করা যায় এ বিষয়ে আলোচনা করেন।