দক্ষিণ সুরমার সিলামে পথসভায় আতিক ॥ পল্লীবন্ধু এরশাদের প্রতীক লাঙ্গলকে বিজয়ী করুন

11
দক্ষিণ সুরমার সিলাম এলাকায় গণসংযোগ করেন সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

সিলেট-৩ আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতীক গরীব অসহায় মানুষের প্রতীক তথাপি কৃষকের প্রতীক লাঙ্গলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হোন।
পল্লীবন্ধু ছিলেন এদেশের আপামর নিপীড়িত মানুষের পরম বন্ধু। তিনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি সিলেটকে তার দ্বিতীয় বাড়ি মনে করতেন। আতিক বলেন, উপ নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষ এবার আমাকে বিজয়ী করতে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন বলে বিশ্বাস করি।
বুধবার দক্ষিণ সুরমার সিলাম এলাকায় মতবিনিয়ময়, নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সিলাম এলাকার নয়াবাজার, কলাবাগান, চারকাঠি, মুল্লারচক, তেলিপাড়াসহ বিভিন্ন স্থানে মতবিনিময় ও পথসভা করেন।
এসব কর্মসূচিতে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ কুনু মিয়া, যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাপা আহবায়ক ফরিদুর রহমান, সিলাম এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রব, সালেহ আহমদ, তোরণ মিয়া, মনু মিয়া, নাছির আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি