তাহিরপুরে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

20

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও ইহার ব্যবহার বিধিমালা ২০৭ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকাবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা, ড: মির্জা রিয়াদ হাসান, ডা: সুমন বর্মন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জমিস উদ্দিন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন বিভাগীয় কো-অর্ডিনেটর সাইদুল আলম, প্রকল্প কর্মকর্তা উমর ফারুক প্রমুখ।