বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে অগ্নিকান্ডে একটি বাড়ির পাঁচটি পরিবারের ৮টি দালানকোঠাসহ আধাপাকা ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশী ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। বৃহস্পতিবার রাত ৯টারদিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের আবদুর রুপের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। এ সময় খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আব্দুর রুপের বসত ঘরে আগুন দেখে স্থানীয় এলাকাবাসী আগুন নিভাতে প্রাণপণ চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আবদুর রুপসহ পাশের ঘরের আবদুল হক, আশিক আলী, আবদুল হান্নান ও এমরান উদ্দিন পরিবারের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীসহ জনপ্রদিনিধিদের ধারণা বিদ্যুতের সর্টর্সাকিট থেকে আগুণের সূত্রে হয়েছে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই বাড়ির সবকটি ঘরে ছড়িয়ে পড়ে।