মনে রাখিস্ মা

8

মিনহাজ উদ্দীন শরীফ

দেখ্ না মা তুই আমার গাছে ফুল ফুটেছে রাশি
জানিস মা তুই ওর হাসিতে আমিও খুব হাসি।

ভোর বেলাতে দেখি মা’রে নাচে তালে তালে
বানর বেশে তখন আমি দুলি গাছের ডালে।

দিদি, মাকে বলে রাখিস যাতে না যায় পিষে;
ওদের যদি হয় কিছু মা মরব আমি বিষে।

তখন মা তুই একলা ঘরে কাটাবি কাল রাত
ঘুম পারাতে কার মাথাতে রাখবি মা তুই হাত?

রাখিস্ মা তুই রাখিস্ মনে আমার কথা গুলো;
হারাবি মা এই আমাকে করিস্ যদি ভুলও।