মতবিনিময় সভায় মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি ॥ সিলেট-৩ আসনে তৃতীয় বারের মত এমপি হওয়ার প্রত্যয়

84

স্টাফ রিপোর্টার :
সিলেট-৩ আসনে আবারো এমপি হওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী।
সোমবার (৬ মার্চ’ ২০১৮) দুপুরে সিলেট নগরীর অভিজাত হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে এক জনাকীর্ণ মতবিনিময় সভায় মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গত ৯ বছরে তার নির্বাচনী এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেছেন, উন্ননয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
দলের মনোনয়ন নিয়ে আবারো সিলেট-৩ আসনে এমপি পদে নির্বাচন করার দৃঢ় সংকল্প ঘোষণা করে মাহমুদ উস সামাদ চৌধুরী জানান, ২০০৯ সাল থেকে চলতি ২০১৮ সাল পর্যন্ত ২ মেয়াদে গত ৯ বছরে তার নির্বাচনী এলাকায় শাহজালাল সার কারখানা স্থাপনসহ প্রায় ৭ হাজার কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ সুরমার ১০টি, ফেঞ্চুগঞ্জের ৫টি ও বালাগঞ্জের ৩টি ইউনিয়নে আমি সুষম উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেছি। ফলে, তৃণমূল পর্যায়ে উন্নয়ন এখন দৃশ্যমান।
লিখিত বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী গত ৯ বছরে তার নির্বাচনী এলাকার শিক্ষার উন্নয়নে গৃহিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধে তার পিতা মরহুম দেলোয়ার হোসেন চৌধুরীর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, আমার পিতা মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং ৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। স্বাধীনতা পরবর্তীকালে বঙ্গবন্ধুর সরকার আমার পিতাকে রিলিফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন। আওয়ামী লীগের সাথে ঘনিষ্টতা না থাকলে রিলিফ কমিটির চেয়ারম্যান তাকে করা হতো না।
এক প্রশ্নের জবাবে মাহমুদ উস সামাদ চৌধুরী জানান, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের তৃণমূল পর্যায়ের সবস্তরের আওয়ামী লীগ নেতাকর্মীরা তার সাথে আছেন। দলে তার ব্যাপারে কোনরূপ মতানৈক্য নেই বলে দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেদর চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, দফতর সম্পাদক সাইফুল আলম রুহেল, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন বাদল, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুম্মান, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, আওয়ামী লীগ নেতা শাহ আলম, হাজী চুনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আব্দুস সালাম মর্তু, হাজী দুদু মিয়া, ফজলুল করিম হেলাল, কামাল উদ্দিন রাসেল, আতিকুর রহমান, শাহ আলী রেজা, পংকী মিয়া, আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, নাসির উদ্দিন, নানু মিয়া, শেখ মুক্তার আলী, খিজির খান, মিসবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট সুয়েব আহমদ ও ডি এম ফয়সল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, দক্ষিণ সুরমা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, দক্ষিণ সুরমা কৃষক লীগের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, শাহজালাল সার কারখানা সিবিএ সভাপতি সালেহ আমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, দক্ষিণ সুরমা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোসাদ্দিক হোসেন মুসা, আশিক আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ ও গোবিন্দ দাস, ফেঞ্চুগঞ্জ যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নেছার আহমদ, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মনজু, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালিক শাইস্তা, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পংকী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দোলা মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপাতি ডা. রকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট কামরুল ইসলাম, বালাগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুমিনুল হাসান, দক্ষিণ সুরমা শাখার সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক পান্না প্রমুখ।