হজে¦র নিবন্ধন নিয়ে প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

4

কাজিরবাজার ডেস্ক :
প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজে¦র নিবন্ধন এখনও শুরু হয়নি। এ নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজে¦র নিবন্ধনের কথা বলে হজে¦ যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ আদায় করছে। কিন্তু করোনার কারণে হজে¦র নিবন্ধন এখনও শুরুর সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ¦ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।
এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। কিন্তু করোনার কারণে ২০২০ সালে শুধু সৌদি আরবের মুসল্লি দিয়ে হজ¦ সম্পাদন করা হয়। সংক্রমণ এড়াতে ২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার মানুষকে হজ¦ পালনের অনুমতি দেয় সৌদি আরব।