৩ উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

19
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক পৃথক অনুষ্ঠানে কোভিড ১৯ (অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিন) টিকাদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেন ডাঃ রকিবুল হাসান জুয়েল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন জৈনিক নাগরিক এর পর থেকে শুরু হয় টিকা দেয়া কার্যক্রম।
পৃথক, পৃথক ভাবে ৩ উপজেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম শাহরিয়ার, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি