ক্রীড়াঙ্গন রিপোর্ট :
অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ সালে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে একই বছর পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর, যা অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে।
দ্য নিউজ সংবাদমাধ্যমে জানা যায়, সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বোর্ড কর্মকর্তারা।
পাকিস্তানের পক্ষে সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান।
অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালের অক্টোবরে, তাই সেপ্টেম্বরেই এশিয়া কাপ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে পাকিস্তানে খেলতে যেতে বর্তমান চ্যাম্পিয়ন ভারত অস্বীকৃতি জানিয়েছে কিনা তা জানা যায়নি।