পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগরীর ৮নং ওয়ার্ড কাউন্সিল মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রতি বছরে মতো এবারোও রবিবার সকাল ১১টায় সময় নগরীর গোয়াবাড়ীস্থ কাউন্সিল ইলিয়াছুর রহমানে বাসায় ঈদের কাপড় শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আল্লাহ গরীব ধনী দুই প্রজাতির মানুষই সৃষ্টি করেছেন। এটি মানব সামাজের জন্য একটি পরীক্ষা। পরীক্ষা সম্পদশালীদের জন্য। যারা সম্পদ পেয়েছে অঢেল। এই সম্পদে গরীবদের হক রয়েছে। ইসলাম সে কারণেই যাকাত, ও দান-সদকার বিধান দিয়েছে। কিয়ামতের দিন এই সম্পদ তার গলার বেড়ি হবে। অপর দিকে দানের মাধ্যমে রয়েছে মুক্তি-কেয়ামতের মাঠে প্রখর তাপে দরিদ্রের জন্য দানই হবে ব্যক্তির ছায়া।
আরোও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী এডভোকেট কারুক আহমদ চৌধুরী, আজমল হোসেন, করিম উল্লাহ হেলাল, দেবজ্যাতি মজুনদার রতন, সাহেদ আহমদ সাদ, সুব্রত রায় দুলাল, মো: শাহেদ আহমদ, সাজু মিয়া, নুরুল ইসলাম নুর, হারুন, জয়দীপ চক্রবর্তী, ফেরদৌস আহমদ রাজু, আহাদ মিয়া, আযুব আলীসহ প্রমুখ। বিজ্ঞপ্তি