দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত দক্ষিণ সুরমার রাখারগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদরাসা শাখার মাসব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত ১ জুন শনিবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মাদরাসার মসজিদে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দারুল ক্বিরাত রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদরাসা শাখা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ এম.এ মুহিত এর সভাপতিত্বে ও নাজিম মাওলানা সিরাজুল হক শায়েস্তার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দারুল কিরাত শাখা পরিচালনা কমিটির সহ সভাপতি ছৈয়দ আহমদ চান মিয়া, সদস্য মাষ্টার লুৎফুর রহমান, বদরুল ইসলাম বদই মিয়া, মুহিব উদ্দিন, কুয়েত প্রবাসী মাষ্টার আব্দুল মালিক, বিশিষ্ট মুরব্বী মনোহর আলী মনু, খলকুজ্জামান, ডাঃ আব্দুল মজিদ, শামসুল ইসলাম, এনাম উদ্দিন, আব্দুল জলিল, শামসুদ্দিন, মসউদ আহমদ, শফিক উদ্দিন, নজরুল ইসলাম, গৌছ উদ্দিন, শাখার প্রধান কারী মাওলানা আব্দুল গনি, সহকারী কারী মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুর রহমান, কারী সিদ্দিকুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হাফিজ নজমুল ইসলাম, কারী আব্দুল কাইয়ুম, হাফিজ মাসনুন আহমদ ইমরান, কারী নুরুল হক, অফিস সহকারী আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি