সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন- শিক্ষা ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা করা দরকার, যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবো। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় গড়ে তুলতে হলে এর কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শুধু শিক্ষকদের দায়িত্ব নয়। অভিভাবকদের সচেতন হতে হবে। নিজের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। যাতে কোন সন্তান যেন বিপদগামী না হয়। সবাই সচেতন হলে, পরিবার, সমাজ, দেশ শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কোন মানুষ না খেয়ে মারা গেছে এমন কোন নজির নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সাথে ‘বিদ্যালয় উন্নয়ন সর্ম্পকিত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল শনিবার নগরীর উপশহরস্থ শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হাছিন আহমদ মিন্টু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌসুমী দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো: আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রওশন আরা কামাল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সাল মাহমুদ সাকিব খান, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য মো: আজাদ উদ্দিন, মো: নূর উদ্দিন, হাজী মো: এনাম উদ্দিন, রুহেল আহমদ রুহিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, ডি ব্লক মসজিদ কমিটির সভাপতি আসাদুর রাজা চৌধুরী, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল খালিক, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাছুম, সিলেট জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, মোশাহিদ খান, সরওয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি