শাফায়েত হোসেন
উষার রঙিন আলোয় মেখে
আসছে খুশির দিন,
চারিপাশে বইছে হাওয়া
খুশির জোয়ার বীণ।
চাঁদ উঠেছে ওই আকাশে
দুঃখগুলো ভুলে,
ফুটফুটে ঐ চাঁদের হাসি
সবার কোলে দুলে।
সবার ঘরে চাঁদের হাসি
উঠছে রঙিন সাজে,
ঈদের শিক্ষা দেবে সবাই
নানান কারুকাজে।
পায়েস কোর্মা খাবে সবাই
ঈদের নামাজ পড়ে,
ঈদ আনন্দে হাসবে সবাই
প্রাণটা যাবে ভরে।
হিংসা দ্বেষ ভুলে গিয়ে
ধরবে নতুন সাজ,
সত্য ন্যায়ের পড়বে চাদর
মাথায় থাকবে তাজ।