বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) রচনা প্রতিযোগিতার আয়োজন করে। সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী জি এম সিফাত ইকবাল। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে অধ্যয়নরত।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়। জনসংযোগ শাখা জানায়, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজিতে রচনা লিখা প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জি এম সিফাত ইকবাল। তার রচনার বিষয় ছিল ‘অ্যানালাইজিং দ্য চেঞ্জিং রুল অব বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড স্টেজ ইন দ্য লাস্ট ফিফটি ইয়ারস’।
সারাদেশের মধ্যে অসাধারণ এই অর্জনের জন্য সিফাত ইকবালকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। আলোকিত মানুষ হিসেবে সিফাত গড়ে ওঠবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বিজ্ঞপ্তি