রফিক উদ্দিন লস্কর
লোকটা মৃত্যু উপত্যকার দোরগোড়ায়
তবুও মেতে ওঠে নিন্দুকেরা উল্লাসে,
সহানুভূতি জন্মায়নি কূপমণ্ডূকের ঘরে
‘মানুষ মানুষের জন্য’ বুঝেনা ত্রাসে।
উদারতার অভাবে নাকাল সুস্থ সমাজ
উগ্রতার বীজ হয় ওর মগজে চাষ,
ঈর্ষার আগুনে সারে রোজ অবগাহন
দূর হতে কল নেড়ে ঘটায় সর্বনাশ।
ওরা ভুলে যায় মানব ঘরে জন্মবৃত্তান্ত
পঞ্চেন্দ্রিয় সবার যে আছে সচল,
অরাজকতার খোলশে ঢাকা মানচিত্র
মানবতা লোপ, সভ্যতা কি অচল!
এখনো আছে ঢের সময়, একটু ভাবো
মননে জন্ম দাও প্রেম ভালোবাসা,
মর্তলোকে বিলাও সুস্থতার অক্সিজেন
আগামী প্রজন্ম যা করছে আশা।