অবহেলিত ও বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে – এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

29

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। দরিদ্র পরিবারগুলো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে বেশি দিন লাগবে না। দরিদ্র পরিবারের সদস্যদের আহার যোগাতে কর্মক্ষেত্রে সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সে লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। যার ফলে দেশে দরিদ্র সংখ্যা দিন দিন কম শুরু করেছে। প্রবাসীদের পাশাপাষি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠগুলো এগিয়ে আসলে দেশ থেকে দ্রুত দারিদ্র্যতা দূর হবে। তিনি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র খাদ্য সামাগ্রী বিতরণে এই মহৎ কাজ অব্যাহত রাখার আহবান জানান।
তিনি গতকাল ২৮ মে মঙ্গলবার দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপজেলা ১০টি ইউনিয়ন শেষে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের হত দরিদ্রদের মধ্যে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী ২৬নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানল মেয়র-১ হাজী মোহাম্মদ তৌফিক বকল লিপন এর সভাপতিত্বে ও সমিতির প্রচার সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, আমেরিকা ইউনিটি ফেডারেশনের সাবেক সভাপতি শামসুদ্দীন মানিক, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি সেলিম আহমদ, উপদেষ্টা আমিনুল হক আহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম নজির, সমাজসেবী আব্দুল হক সুহেল, আব্দুল মালিক নূর উদ্দিন, আব্দুল মালেক, মির্জা নুরুল বেগ প্রমুখ।
এদিকে গত ২৬ মে রবিবার দক্ষিণ সুরমা উপজেলা পৃথক ৪টি স্থান যথাক্রমে তেতলী, জালালপুর, বরইকান্দি ও কুচাই এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ, ইউপি সচিব তাজ উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী শাহাব উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন, ইউপি সদস্য আলী হোসেন, আকবর আলী, হাজী জয়নাল আহমদ, গ্রাম আদালত কর্মকর্তা ফয়েজ আহমদ, উদ্যোক্তা ইমরান আহমদ, আল আমিন শাহী।
এদিকে জালালপুরে উপস্থিত ছিলেন সমাজসেবী শিক্ষানুরাগী হাজী তোফাজ্জল হোসেন, আনিসুর রহমান অপু, রাজনীতিবিদ সমাজসেবী শহিদুর রহমান শাহিন, বদরুল ইসলাম জয়দু, জালালপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, জালালপুর সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান সুজা, আব্দুল বাসিত বাচ্চু, লায়েক আহমদ, জামিল আহমদ, মুর্শেদ আহমদ প্রমুখ।
পৃথক পৃথক স্থানে প্রধান অতিথি এডভোকেট মিসাহ উদ্দিন সিরাজ সহ অন্যান্য অতিথিবৃন্দ শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি