বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনারে বিভাগীয় কমিশনার ॥ ভোক্তার অধিকার নিশ্চিত করতে সর্বক্ষেত্রে সচেতনতা প্রয়োজন

60

Bhokta Odhikarসিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ বলেছেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে সর্বক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। সর্ব প্রকার ভেজাল থেকে মুক্তি পেতে সচেতনতার বিকল্প নেই। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সঠিক নিয়ম অনুসরণ করার মাধ্যমে অধিকার প্রয়োগ করতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কোনো কোনো সময় ভেজাল ক্রয়-বিক্রয় আত্মঘাতি কাজে পরিণত হয়। সকলের বুঝা উচিত যে একজন বিক্রেতাকেও চাহিদার ক্ষেত্রে ক্রেতা হতে হয়। তিনি আরো বলেন বিবেকের তাড়নায় সকলকে মূল্যবোধ সৃষ্ট করে নিজে থেকেই শুদ্ধ হতে হবে। কেননা শাসন করে করে মানুষকে শুদ্ধ করা সম্ভব নয়। গতকাল ১৫ই মার্চ রবিবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নগরীর জেল রোড়স্থ সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব সিলেট বিভাগ, এবং সিলেট জেলা প্রশাসন এর উদ্যোগে ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। বক্তব্যে সিলেটের ডিআইজি বলেন, বাংলাদেশে আমে শতকরা ৭৫% ফরমালিন থাকে। ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশী বিভিন্ন কোম্পানীর ভেজাল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি ভেজাল বিরোধী প্রচারণায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, খাদ্য মানুষের জীবনের একটি অত্যাবশ্যকীয় অপরিহার্য্য উপাদান। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের নাগরিকের জনস্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টির নিশ্চয়তা বিধানের কথা বলা আছে। কিন্ত বাংলাদেশের সর্বত্রই এখন চলছে নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজারজাতকরণের অবিরাম প্রচেষ্টা। দেশের ভবিষ্যত ও জনগণের স্বার্থে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভেজালকে দমন করতে হবে। সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোজাম্মেল হক। মূল প্রবন্ধের আলোকে আলোচনা করেন সিলেট চেম্বারের পরিচালক নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান, মো. লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মো. শোয়েব, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুকির হোসেন চৌধুরী, মো. বশিরুল হক, চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ সালাম চৌধুরী, প্রাক্তন পরিচালক আতাউর রহমান, এম.এ ওদুদ, কমিশনারের একান্ত সচিব মোঃ সালাহ উদ্দিন, সহকারী কমিশনার মোঃ রায়হান মেহেবুব, জেলা পরিসংখ্যান অফিস এর উপ পরিচালক এস. এম. আনিসুজ্জামান, এ. এস. এম মাসুম-উদ-দৌলা, ক্যাব, সিলেট এর সভাপতি জামিল চৌধুরী, সাংগঠনিক সম্পদক মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কয়ছর আলী, মোঃ ছাদ মিয়া, মোঃ মতছির আলী, মুরাদ আহমদ, এম আশরাফ খান পারভেজ, মোঃ কয়েছ আহমদ  সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব সিলেট বিভাগ, এবং সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি