রুহুল আমিন রাকিব
পাখির মতো উড়ে রে ভাই
মেঘের দেশে ঘুরে
এদেশ থেকে অচিন পুরে
আবার কোথাও দূরে।
শাসন ছাড়া নেইতো পড়া
ইচ্ছে স্বাধীন চলে
মনের সুখে কিংবা দুখে
থাকতাম ওদের দলে।
ওদের সাথে চলতে পথে
প্রজাপতি এলে
বলবো আমি রঙিন ডানা
কোথায় থেকে পেলে?
এমন ক্ষণে পরীর দলে
নূপুর পরা পায়ে
হাঠাৎ করে আসে যদি
পঙ্খি রাজের নায়ে।
বলব আমায় নিয়ে চলো
তোদের দেশে ভাই
ভাল্লানে না শাসন বারণ
একটু মুক্তি চাই।