দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের তেরোদিন ব্যাপী দ্বাদশ বইমেলা ২০১৯ আগামীকাল ২৩ মার্চ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। বইমেলা সফলের লক্ষ্যে সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মী লেখক, পাঠক-প্রকাশকদের নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বের করা আনন্দ র্যালিতে সিলেটের বিপুল সংখ্যক লেখক-পাঠক-প্রকাশক যোগ দেন। র্যালিটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে কেমুসাসে এসে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। র্যালি পরবর্তী সভায় দ্বাদশ বইমেলা উদযাপন কমিটির আহবায়ক, কেমুসাসের সহসভাপতি এম এ করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ তার প্রতিষ্ঠালগ্ন থেকে সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং সংরক্ষণে অনবদ্য ভূমিকা রেখে আসছে। ব্যক্তির মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ সাধন এবং মূল্যবোধের জাগরণে প্রতি বছরই বইমেলার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম সাহিত্য-সংস্কৃতির চর্চায় ধারাবাহিক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সভাপতির বক্তব্যে এম এ করিম চৌধুরী বইমেলা সফলের লক্ষ্যে সিলেটের সর্বস্তরের মানুষের সাহায্য-সহযোগিতা কামনা করেন। র্যালিতে অংশগ্রহণ করেন কেমুসাসের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাবেক সহ সভাপতি আজিজ আহমদ সেলিম, শিক্ষাবিদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী, কেমুসাসের সহ সভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, সহ সভাপতি সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কাযর্করী পরিষদ সদস্য এডভোকেট আব্দুস সাদেক লিপন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি,সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মুহাদ্দিস আহমদ, সৈয়দ মোহাম্মদ তাহের, অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মো. জাহেদুর রহমান চৌধুরী, নির্বাহী কর্মকর্তা জামান মাহবুব, মাসিক শাহজালাল-এর সম্পাদক রুহুল ফারুক, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, ইছমত হানিফা চৌধুরী, কামরুল আলম, হেলাল হামাম, বাছিত ইবনে হাবীব, মঈন উদ্দিন আহমদ, লুৎফা আহমদ লিলি, মো. নাসির উদ্দিন, এম এ ওয়াহিদ চৌধুরী, ইশরাক জাহান জেলী, মো. আব্দুল বাছিত, চন্দ্রশেখর দেব, আব্দুল কাদির জীবন, হাজী মো. ইকবাল উদ্দিন, আব্দুস সোবহান আজাদ, শামীম শাম্মু, দেওয়ান এমদাদুল হক চৌধুরী, মা. আব্দুল মালিক, বাহার, আহমদ জুয়েল, তানভীর, দিদার আহমদ, সাব্বির আহমদ, তাপাদার জান্নাতুল জাহরা মেহরীন প্রমুখ। বিজ্ঞপ্তি