রুস্তম আলী :
মানুষের জীবনে কাল দু’টো
ইহকাল আর পরকাল।
ইহকালের জীবন ক্ষণস্থায়ী
আর পরকালের জীবন চিরস্থায়ী।
তবুও মানুষ পরকালের ভাবনা এড়িয়ে
ব্যাস্ত দুনিয়াদারিতে
মত্ত শরীয়ত বিরোধী সাময়িক জীবনের রং তামাশায়।
ইহকালের বালা মশিবত
পারকালের আযাবের তুলনায় যথা সামান্য
তেমনি ইহকালের তুলনায় সুখও..।
ইহকালের সুখ ও দুখ্যের পরিসমাপ্তি মৃত্যু হলেই
পরকালের সুখ, দু:খ অনন্তকালের
যার কোনোও পরিসমাপ্তি নেই।
তবুও পরকালের সুখের প্রত্যাশায় মানুষ
লালায়িত হয়ে অটল থাকে না শরীয়তে
ভীতু নয় আযাবের প্রতি।
অলসতার অবঞ্জা যে ¯্রষ্টার সৃষ্টি সেই মাবুদের ইবাদতে।
যেটা উজবুকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়।।