বেহেস্ত মায়ের পায়ে

12

আহমেদ কবির

সন্তানের ঐ মনের বেদন
কে বুঝে মা বীণে?
কে থাকে গো সাথী হয়ে
সন্তানের দুর্দিনে?

কে রাখে গো আদর করে
বুকের মাঝে আগলে?
সান্ত্বনা দেয় নরম স্বরে
কাঁদলে কিবা রাগলে!

কভু অসুখ হলে বল
শিয়রে কে জাগে?
নয়ন জলে বুক ভাসে কার
প্রাণে ব্যথা লাগে!

দোষ করলে বাপজানে দেয়
সন্তানকে তাড়িয়ে,
কিন্তু মায়ে আঁখি ঝরায়
দুয়ারে দাঁড়িয়ে।

সন্তান শত দোষ করিলেও
মা’র ধারে দোষও না;
তাইতো বেহেস্ত মায়ের পায়ে
হাদিসে হয় ঘোষণা।