আহমেদ কবির
ঝড়ো হাওয়ায় টিনের চালে
টপটপায়া জাম পড়ে,
তারই সাথে বোঁটায় বোঁটায়
গাছের বড় আম পড়ে।
জাম কুড়াতে আম কুড়াতে
লোকের তাই কাড়াকাড়ি,
কার আগে কে লুটে নিবে
ধরলে না ছাড়াছাড়ি।
ঝড়ো হাওয়া লাগছে গায়ে
তবুও নাহি ঘরে যায়,
হৈ হুল্লোড়ে বেশ জমেছে
হাতের থলে ভরে যায়।
মাথার পরে জামও পড়ে
আম যে পড়ে উঠোনে,
কারো বারণ না শুনে ঐ
কুড়ায় তাহা ছোটনে।
বড্ড মজা ঝড়ের দিনে
নিজের হাতে কুড়াতে,
কালো জামে কাচা আমে
মনটা পারে জুড়াতে।