দুষ্টু আপি

37

আহমাদ মুস্তাকীম

দুষ্টু আপি দুষ্টু আপি
মিষ্টি তোমার কথন
তোমার কথায় ঝরে পড়ে
হীরে মানিক রতন।

সারাটাদিন শুনতে আমার
ইচ্ছে করে খুব
উদাস হয়ে মধুর কথায়
মন দিতে চায় ডুব।

কিন্তু তুমি পাখির মতো
উড়াল মারো শুধু
বুকটা তখন হয় শুকিয়ে
ধুসর মরু ধুধু।

তৃষ্ণা বুকে পথের পানে
চেয়ে থাকি হায়
ব্যকুল হয়ে ডাকতে থাকি
আয় না আপি আয়।